শনিবার ডার্বিশায়ার কাউন্টি লিগে এমন অদ্ভুত ঘটনা ঘটে। চেস্টারফিল্ড ক্রিকেট ক্লাবে ছিলো বিভাগীয় অনূর্ধ্ব-১৯ দলের ফাইনাল ম্যাচ।
এসব ঝামেলায় শেষ পর্যন্ত চেস্টারফিল্ড ক্রিকেট ক্লাব ও ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের মধ্যে একটি ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাও হয়নি।
অবাক করা বিষয় হলো, ভ্রমণকারীদের মাঠ ছেড়ে দিতে বলায় তারা অর্থ দাবি করে বসে কর্তৃপক্ষের কাছে। কিন্তু মাঠ কর্তৃপক্ষ কোনোভাবেই অর্থ দিতে রাজি না হওয়ায় শুরু হয় বাকবিতণ্ডা এবং শেষ পর্যন্ত ডাকা হয় পুলিশ।
এ প্রসঙ্গে চেস্টারফিল্ড ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান বলেন, ‘ছয়-সাতটি ক্যারাভানে প্রায় ৪০ জন ভ্রমণকারী মাঠে ঢুকেছিল। শিশুরা এদিক সেদিক ঘোড়া ঘুরি করছিল। আমরা তাদের পার্কের অন্য পাশে যাওয়ার কথা বলেছিলাম। তারা রাজিও হয়েছিল। কিন্তু একপর্যায়ে তারা আয়ারল্যান্ড ফিরে যাওয়ার জন্য অর্থ দাবি করে বসে। কিন্তু তাদের টাকা দেওয়া হয়নি। ’
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এমকেএম