ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চলতি টেস্টের তৃতীয় দিনের (আগস্ট ১১) লাঞ্চ মেন্যুতে রাখা হয় ‘বিফ পাস্তা’। এই মেন্যুর ছবি প্রকাশ করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কেন কোহলির দলকে গরুর মাংস দেয়া হলো? ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা কেন মেনে নিলো? কেন আনুষ্ঠানিকভাবে ইসিবির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে না এমন সব প্রশ্ন ছুড়ে দিয়েছে ভারতীয় সমর্থকরা।
তবে অনেকে মনে করিয়ে দিতে ভোলেননি, দুই দলের জন্য একই মেন্যু রাখা হয়। সেখান থেকে যার যার পছন্দ মতো খেতে পারেন ক্রিকেটাররা। কারো জন্যই কোনো কিছু বাধ্যতামূলক না।
তবে ইসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ধর্মের বিষয়টি সেভাবে খেয়াল করতে পারেনি ইংল্যান্ড বোর্ড। যদিও এই বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশ করেনি বিসিসিআই বরাবর।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এমকেএম