ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে বার্বাডোজ ট্রিডেন্টসের বিপক্ষে অ্যাশলে নার্সের বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান মালিক।
ম্যাচে মালিক ৩৮ রান করলেও তার দল গায়না ৩০ রানে হেরে যায়।
টি-২০’তে সর্বোচ্চ রানের তালিকায় সবার ওপরে থাকা গেইল বর্তমানে সাড়ে ১১ হাজার রানে রয়েছেন। ৯ হাজারের ঘরে আছেন ম্যাককালাম। পোলার্ড আছেন ৮ হাজারের কোটায়। এদিকে মালিক ও পোলার্ডের ৮ হাজার রান তুলতে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে। কেননা তারা কখনোই ওপেনিংয়ে ব্যাট করনেনি। মালিক সাধারণত ৪ কিংবা ৫-এ ব্যাট করে থাকেন। আর পোলার্ডকে কখনো আরও নিচে করতে হয়।
মালিক ও পোলার্ডের আবার এই ফরম্যাটে কোনো সেঞ্চুরি নেই। সর্বোচ্চ ৯৫ রানে অপরাজিত একটি ইনিংস খেলেছেন ডানহাতি মালিক।
অন্যদিকে বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০’তে মালিকের ২ হাজার রান রয়েছে। ২১২১ রান নিয়ে বর্তমানে তিনি তালিকার তৃতীয়স্থানে রয়েছেন। শীর্ষে দুইয়ে আছেন যথাক্রমে মার্টিন গাপটিল (২২৭১) ও ম্যাককালাম (২১৪০)।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৮
এমএমএস