ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উইজডেনের বর্ষসেরা তরুণ ক্রিকেটার রাবাদা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
উইজডেনের বর্ষসেরা তরুণ ক্রিকেটার রাবাদা কাগিসো রাবাদা-ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার তরুণ ফাস্ট বোলার কাগিসো রাবাদাকে বর্ষসেরা তরুণ ক্রিকেটারের স্বীকৃতি দিয়েছে উইজডেন। ছেলেদের ক্রিকেটে ২৩ বা তার কম বয়সী ক্রিকেটারদের মধ্যে রাবাদাকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়।

২০১৫ সালে অভিষিক্ত হওয়ার পর মাত্র ৩২ টেস্টে ১৫১ উইকেট দখল করেন রাবাদা। বর্তমানে আইসিসির টেস্ট বোলিংয়ের র‍্যাংকিংয়ে তিনি ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের পর তথা দুই নম্বরে অবস্থান করছেন।

চলতি বছরের শুরুতে আইসিসির র‍্যাংকিংয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে শীর্ষস্থান দখল করেন ২৩ বছর বয়সী রাবাদা। তাছাড়া ভারতের সাবেক স্পিনার হরভজন সিংকে ছাড়িয়ে সবচেয়ে কম বয়সে ১৫০ উইকেটশিকারি বোলারের তকমা দখল করেন।

উইজডেনের বর্ষসেরার সেরা দশে রাবাদা ছাড়াও স্থান পেয়েছেন আরও দুই দক্ষিণ আফ্রিকান- ৩ নম্বরে এইডেন মাকরাম, ৯ নম্বরে লুঙ্গি এনগিদি। সেরা দশের বাকিরা হলেন- রশিদ খান (২), বাবর আজম (৪), কুলদিপ যাদব (৫), রিশভ প্যান্ট (৬), কুশল মেন্ডিস (৭), ম্যাট রেনশ (৮) এবং শাদাব খান (১০)।

বিশ্বজুড়ে কর্মরত ‘উইজডেন ক্রিকেট মান্থলি’র প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বর্ষসেরার এই তালিকা তৈরি হয়। উইজডেনের নির্বাচিত ২০১৮ সালের ‘গোল্ডেন গার্ল’ তথা ২৩ বা তার কম বয়সী বর্ষসেরা নারী ক্রিকেটারের নাম আগামী মাসে প্রকাশিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet