তবে স্টোকসের বিরুদ্ধে চলমান মামলার রায় যদি তার পক্ষে যায়, বা তিনি যদি নির্দোষ প্রমাণ হন তাহলে তৃতীয় টেস্টেই বিবেচনা করা হতে পারে তাকে।
কিন্তু যে ভাবে স্টোকসের মামলা এগোচ্ছে, তাতে মনে করা হচ্ছে, ইংল্যান্ড অলরাউন্ডারের পক্ষে খুব তাড়াতাড়ি মাঠে ফেরা সহজ হবে না।
বর্তমান পরিস্থিতিতে আবার প্রশ্ন উঠছে, স্টোকসের ক্রিকেট-ভবিষ্যৎ নিয়ে। মঙ্গলবার থেকে জুরিরা স্টোকসের ভাগ্য নিয়ে আলোচনায় বসতে পারেন।
গত বছর ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে হাতাহাতির কারণে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন এই ইংল্যান্ড অলরাউন্ডার। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি জিতে স্বাগতিক ইংল্যান্ড ২-০তে এগিয়ে রয়েছে। এজবাস্টনে স্টোকস প্রথম টেস্ট খেললেও লর্ডসে দ্বিতীয় টেস্টে মামলার শুনানির কারণে থাকতে পারেননি।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৮
এমএমএস