সাকিব যদি মনে করেন তার কনিষ্ঠার ব্যথার তীব্রতা অসহনীয় তাহলে তিনি চাইলে এশিয়া কাপের আগেই (১৫-২৮ সেপ্টেম্বর) ছুরি-কাঁচির নিচে যেতে পারেন। সেটা না হলে টুর্নামেন্ট শেষে অর্থাৎ জিম্বাবুয়ে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন।
মঙ্গলবার (১৪ আগস্ট) মিরপুর হোম অব ক্রিকেটে এ কথা জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, 'যদি অবস্থা এমন হয় এশিয়া কাপের পরে করা যায় তাহলে অবশ্যই আমরা মনে করি জিম্বাবুয়ে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় করলে দলের জন্য ভাল হয়। এখন সমস্তটাই নির্ভর করছে ফিজিও, ডাক্তার ও তার ওপর। '
'হজে যাওয়ার আগে সে আমাকে ফোন করে জানতে চেয়েছিল আমি কী করবো? আমি বলেছি তোমার যদি হাতে ব্যথা থাকে এবং তুমি যদি মনে করো এটা নিয়ে খেলা সম্ভব না তুমি এখন অপারেশন করে ফেল, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করো খেলা সম্ভব তাহলে এশিয়া কাপ শেষে করলে দলের জন্য ভাল হয়। সিদ্ধান্ত তোমার। '-যোগ করেন বিসিবি সভাপতি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে ব্যথা পেয়ে ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজের পর মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির প্রথম তিন ম্যাচেও খেলতে পারেননি সাকিব।
লুকিয়ে থাকা ব্যথা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টেস্ট ও ওয়ানডে খেললেও তীব্রতা বেড়ে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নেমেছিলেন ব্যথা প্রশমনকারী ইনজেকশন নিয়ে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৮
এইচএল/এমএমএস