অজিত ওয়াদেকার-ছবি: সংগৃহীত
১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ জয়ের কারণে তখনকার অধিনায়ক অজিত ওয়াদেকারকে সবাই মনে রাখবে। ৭৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। এর আগে দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।
১৯৬৬ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ক্যারিয়ারে ৩৭টি টেস্ট খেলেছেন ওয়াদেকার। আক্রমণাত্মক ব্যাটিং ও স্লিপে ভালো ফিল্ডিংয়ের কারণেও পরিচিতি ছিল তার।
৩১.০৭ গড়ে তিনি ২১১৩ রান করেছেন। ১৯৬৭-৬৮ মৌসুমে ভারতের নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে তার ১৪৩ রানের সুবাদে প্রথমবারের মতো দেশের বাইরে টেস্ট সিরিজ জেতে ভারত।
টেস্টে দারুণ খেললেও ওয়ানডেতে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ওয়াদেকার। এছাড়া ২৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ ও পাঁচটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।