৩২৯ রানে থামে কোহলিদের প্রথম ইনিংস। তবে স্বাগতিকদের অবস্থাও তেমন ভালো নয় বললেই চলে।
ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জিমি অ্যান্ডারসন, ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড। এছাড়া কোহলির উইকেটটি নেন লেগস্পিনার আদিল রশিদ।
প্রথম দিনে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি ভারতীয় অধিনায়ক কোহলি। এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার ‘নার্ভাস নাইন্টি’তে আউত হয়ে ফিরলেন তিনি। কোহলি ছাড়া বড় স্কোর করেছেন রাহান। তার ব্যাট থেকে আসে ১৩১ বলে ৮১ রান।
স্বাগতিক ইংল্যান্ডও আগাতে পারেননি বেশি দূর। এরই মধ্যে হারিয়ে ফেলেছে ৮ উইকেট। দলের সংগ্রহ মাত্র ১২৮। দলের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করেছেন অ্যালিস্টার কুক (২৯)। তিনি ছাড়া আর কেউ ২০-এর ঘর পার হতে পারেননি।
ভারতের হয়ে বল হাতে স্বাগতিকদের নাড়িয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। একাই নিয়েছেন পাঁচ উইকেট। এছাড়া ইশান্ত শর্মা নিয়েছেন দুটি উইকেট।
বাংলাদেশ সময়ঃ ২০৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এমকেএম