ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঈদের দিনেও অনুশীলন করবেন তাসকিন!

মহিবুর রহমান, স্পেশাল করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
ঈদের দিনেও অনুশীলন করবেন তাসকিন! ঈদের দিন সপরিবারে হাস্যোজ্জ্বল তাসকিন/ ছবি: বাংলানিউজ

ঢাকা: শিরোনামেই স্পষ্ট সময়টা মোটেও পক্ষে নেই বাংলাদেশ ক্রিকেটের গতি তারকা তাসকিন আহমেদের। ঈদের দিন সতীর্থরা যখন অনাবিল আনন্দে মাতোয়ারা ঠিক তখন তিনি নিজেকে ফিরে পেতে ব্যকুল। প্রায় সাত মাস অভিশপ্ত ইনজুরিতে পরে মাঠের বাইরে থাকায় প্রাত্যহিক জীবনটাই বোধ হয় তার অস্বস্তিকর হয়ে উঠেছে। তাই তো ঈদের দিনও অনুশীলনে ঘাম ঝড়াতে হচ্ছে ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসারকে।

অবশ্য তার দিনের শুরুটা হয়েছে ভালোই। সকালে পরিবারের সবার সঙ্গে মোহাম্মদপুর জাকির হোসেন রোডের ঈদগা মাঠে পবিত্র ঈদুল আযহার ‍নামায আদায় শেষে ‌আত্মীয়, পরিজন, ভক্তদের সাথে ঈদের কুশলাদি বিনিময় করেছেন।


 
এরপর মোহাম্মদপুরে নিজ বাসায় ফিরে কোরবানি দিয়েছেন। কোরবানির উদ্দেশ্যে দু’টি গরু ও একটি খাসি কিনেছিলেন। আজ যে গরুটা কোরবানি সেটা ভাগের। সাথে ছিলো একটি খাসি। নিজেদের যেটা সেটা কোরবানী হবে বৃহস্পতিবার (২৩ আগস্ট)।
 
‘খাসি ও ভাগের গরু কোরবানী দেয়া শেষ। কালকে দিব নিজেদেরটা। ঘুম থেকে উঠে নতুন বাসা থেকে ‍পুরাতন বাসায় এসে বাবা, চাচা, ভাইরা জাকির হোসেন রোডের ঈদগাহ মাঠে নামায পড়লাম। ’
 
কোরবানির আনুষ্ঠানিকতা শেষে বাসায় ফিরে বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়বেন এক ঘণ্টার অনুশীলনে। সেজন্য অবশ্য তাকে মিরপুর বা আবাহনী মাঠে যেতে হবে না।
মোহাম্মদপুরে নিজ বাসার অদূ্রেই উদয়াচল একাডেমি মাঠে হালকা রানিং ও স্পট বোলিংয়ে তার এক ঘণ্টা অতিবাহিত হবে। এরপর বাসায় ফিরে পরিবারের সঙ্গে খাওয়া- দাওয়া ও বিশ্রাম শেষে সন্ধ্যা কাটবে তার ঘোরাঘুরিতে।  

‘বাসার কাছেই উদয়াচল মাঠ। সেখানে একঘণ্টা রানিং ও স্পট বোলিং করবো। তারপরে বাসায় গিয়ে বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকে বের হবো। বউ এখন প্রেগনেন্ট তাই ওকে নিয়ে ঘুরতে পারবো না।
 
‍বুধবার (২২ আগস্ট) বাংলানিউজের সঙ্গে দিনের পরিকল্পনা নিয়ে আলাপকালে তিনি এসব কথা জানান।
 
কি দুর্বিসহ জীবনটাই না বয়ে বেড়াচ্ছেন তাসকিন! বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 'কি' বোলার হয়েও ইনজুরি বাগড়ায় একের পর এক সিরিজ বঞ্চিত হয়েছেন। একই কারণে নেই আসন্ন এশিয়া কাপের ৩১ সদস্যের দলেও। কাজেই মন তার খারাপ হওয়ারই কথা। আদতেও তাই। কিন্তু তারপরেও তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি।  পাশাপাশি নিজের জন্যও দোয়া চাইলেন।
  
‘সবাইকে ঈদ মোবারক। মন থেকে সবার জন্য প্রাণঢালা ভালবাসা। সবার কাছে দোয়া চাই। শেষ সাতটা মাস আমি ইনজুরিতে। একটি ম্যাচও খেলতে পারিনি। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আর কারো যদি আমার প্রতি কোন কষ্ট থেকে থাকে আমাকে যেন মাফ করে। '  
 
গেল মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি খেলতে গিয়ে পাওয়া পিঠের ব্যথা পেয়েছিলেন তাসিকন। সেই চোট থেকে সেরে উঠতে না উঠতেই গেল ১৪ জুলাই আবাহনী মাঠে ঐচ্ছিক অনুশীলনে চোট পেয়েছিলেন ডান হাতের দুই আঙ্গুলের মাঝখানে। বলের আঘাতে দুই আঙ্গুলের মাঝখানে ফেটে গিয়েছিলো।
 
ক্ষতে প্রলেপ পড়ায় ‘এ’ দলের হয়ে গিয়েছিলেন আয়ারল্যান্ড সফরে। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় সেখান থেকেও অক্ষত হয়ে ফেরা হয়নি। ওয়ানডে সিরিজে পিঠের পুরনো ব্যথা আবার হানা দিয়েছিল। চিকিৎসকের পরামর্শে আপতকালীন সমাধান মিললেও একই ম্যাচে থার্ডম্যানে ফিল্ডিং করার সময় বল থ্রো করতে গিয়ে হাতটা আবার ফেটে যায়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।