ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মাহমুদউল্লাহকে ছাড়াই এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্প

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
সাকিব-মাহমুদউল্লাহকে ছাড়াই এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্প অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা:  এশিয়া কাপ  ক্রি‌কে‌টকে সামনে রেখে সোমবার (২৭ আগস্ট) সকাল থেকে মিরপুর হোম অব ক্রি‌কে‌টে শুরু হতে যাচ্ছে টাইগারদের এশিয়া কাপ  ক্রি‌কে‌টের অনুশীলন ক্যাম্প। টুর্নামেন্ট সামনে রেখে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া সদ‌স্যদের এদিন সকাল ৯টায়  শের ই বাংলা স্টেডিয়ামের ইনডোরে রিপোর্ট করার কথা রয়েছে।

রিপোর্টিং শেষে দিনের প্রথম সেশনের অনুশীলনে দুপুর ১২ টা পর্যন্ত ফিটসেন টেস্ট ও স্ক্রি‌নিং ট্রে‌নিংয়ে অংশ নেবে স্টিভ রোডসের শিষ্যরা।

দিনের দ্বিতীয় সেশনের অনুশীলন দুপুর পৌঁনে ২টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

যেখানে স্কিল ও ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত সময় কাটাবে লাল সবুজের দল।

যদিও প্রাথমিক দলে ৩১ জনকে ডাকা হয়েছে তবে অনুশীলনে অংশ নেবেন ২৯ জন। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোউদি আরবে আছেন। তিনি দেশে ফিরবেন ২৯ আগস্ট। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত আছেন। ৭ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

যদিও ১১ দিনের অনুশীলন ক্যাম্প শেষ হবে ৬ সেপ্টেম্বর। তাই দেশে ফিরেই আবার দলের সঙ্গে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন মাহমুউল্লাহ। এশিয়া কাপে অংশ নিতে ৯ সেপ্টেম্বর সংযুক্ত  আরব  আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে দুইবারের এশিয়া কাপ ফাইনালিস্টরা।  

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আসরটি শেষ হবে সেপ্টেম্বরের ২৮ তারিখে।

 ৩১ সদ‌স্যের প্রাথমিক টাইগার স্কোয়াড:

 মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ,  সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত,লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল  ইসলাম অপু,  মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন,  আরিফুল হক, আবু যায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, শরিফুল  ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও ফজলে রাব্বি মাহমুদ।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮

এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।