শুধু ছেলেদের জাতীয় দলই নয়, প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির আওতায় ছিল মেয়েদের জাতীয় দল, 'এ' দল ও অনূর্ধ্ব-১৯ দল।
রবি সূত্র জানিয়েছে চুক্তির বেশ কয়েকটি শর্ত পূরণ না করায় দু’পক্ষের ভেতর বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলে আসছিলো।
সূত্র থেকে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান পৃষ্ঠপোষকতা বিষয়ক চুক্তিটি প্রাসঙ্গিকতা হারানোয় দেশের ক্রিকেটের গৌরবজ্জ্বল এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে দায়িত্ব থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের আকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভিন্ন পরিসরে দলের পাশে থাকার সুযোগ পেলে আমরা কৃতার্থ থাকবো। ’
তবে বিসিবির পক্ষ থেকে এই মর্মে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
প্রথম দফায় বিসিবির সঙ্গে রবির স্পন্সরশিপ চুক্তি হয় ২০১৫ সালে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এইচএল/এমকেএম