এশিয়া কাপকে সামনে রেখে সোমবার (২৬ আগস্ট) থেকে শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। প্রাথমিক দলে ৩১ জনকে ডাকা হয়েছে তবে অনুশীলনে অংশ নেবেন ২৯ জন।
এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত আছেন। ৭ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
এদিন ক্রিকেটারদের পরনে ছিলো নীল ও লালের সংমিশ্রণে তৈরি নতুন প্র্যাকটিস কিটস। যাতে ছিলো না রবি’র কোনো লোগো। ২০১৫ সালে প্রথম দফায় বিসিবির সঙ্গে চুক্তির পর থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় সলের জার্সি ও অনুশীলনের জন্য সরবরাহকৃত পোশাকে রবির লোগো ব্যবহার করা হয়।
অন্য যেকোন টুর্নামেন্টের চেয়ে এশিয়া কাপ বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেকটাই সৌভাগ্যের। ২০১২ ও ২০১৬ সালের আসরের ফাইনালে ওঠা বাংলাদেশ এবারের লক্ষ্য শিরোপা জয়। তাই অনুশীলনটাও শুরু হয়েছে জোরেশোরেই।
সোমবার সকাল ৯টায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে রিপোর্টিং শুরু করে স্কোয়াডে থাকা ২৯ জন ক্রিকেটার। প্রথম চার দিন কেবল ফিটনেস অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর শুক্রবার বিশ্রাম দিয়ে শুরু হবে স্কিল ট্রেনিং। স্কিল ট্রেনিংয়ে দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ স্টিভ রোডস।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আসরটি শেষ হবে সেপ্টেম্বরের ২৮ তারিখে।
৩১ সদস্যের প্রাথমিক টাইগার স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত,লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু যায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও ফজলে রাব্বি মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এমকেএম