ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিক্সিংয়ে জড়িত মুনাওয়ারকে খুঁজছে আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ফিক্সিংয়ে জড়িত মুনাওয়ারকে খুঁজছে আইসিসি অভিযুক্ত ক্রিকেট জুয়াড়ি অনীল মুনাওয়ার- ছবি: সংগৃহীত

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা’য় প্রচারিত তথ্যচিত্রে ম্যাচ-ফিক্সিংয়ের সঙ্গে জড়িত যাদের নাম উল্লেখ করা হয়েছে এবং যাদের ছবি কিংবা ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে তাদের প্রায় সবাইকেই খুঁজে পেয়েছে আইসিসি। কিন্তু যাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেই অনীল মুনাওয়ারকে খুঁজে পাচ্ছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রকসংস্থাটি।

আল-জাজিরায় প্রচারিত ওই তথ্যচিত্রে অনীল মুনাওয়ার নামে যে ক্রিকেট জুয়াড়ির উল্লেখ করা হয়েছে তার সম্পর্কে তথ্য পেতে চেষ্টা করেও ফল পাচ্ছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দারস্ত হচ্ছে সংস্থাটি।

প্রথম তথ্যচিত্রে এই মুনাওয়ারকে কুখ্যাত ভারতীয় আন্ডারগ্রাউন্ড ডন দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’র সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

মুনাওয়ারকে নিয়ে আইসিসি’র প্রেস রিলিজে দুর্নীতি-বিরোধী ইউনিটের (এসিইউ) জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, ‘আসল তথ্যচিত্রে যাদের নাম এসেছে তাদের সবাইকে আমরা খুঁজে পেয়েছি এবং ম্যাচ-ফিক্সিংয়ের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ নিয়ে তাদের সঙ্গে কথাও বলেছি। তবে অনীল মুনাওয়ারের প্রকৃত পরিচয় এখনও এক রহস্য হয়ে আছে। পুরো ঘটনায় তার বড় ভূমিকা আছে, কিন্তু আইনপ্রয়োগকারী ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন সংস্থা এখনও তার পরিচয় কিংবা অবস্থান খুঁজে পায়নি। '

‘এমতাবস্থায় তাকে খুঁজে পেতে সহায়তা করার জন্য সাধারণ জনগণ এবং ক্রিকেটের সঙ্গে জড়িত সবাইকে আমাদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুলিশি তদন্তে এমনটা করতে দেখা যায়, আমরাও তেমনটাই করছি। '

তবে আল-জাজিরার অসহযোগিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারা সহযোগিতা না করায় তদন্তে অসুবিধা হচ্ছে বলে জানান মার্শাল। তবে তা সত্ত্বেও তদন্তে অনেকটা অগ্রগতি হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

এদিকে আল-জাজিরা জানিয়েছে তারা নতুন এক তথ্যচিত্র প্রকাশ করতে যাচ্ছে, যেখানে এই মুনাওয়ারকে রাখা হচ্ছে কেন্দ্রীয় চরিত্রে। নতুন এই তথ্যচিত্রে ভারতীয় জুয়াড়িদের সঙ্গে মুনাওয়ারের বিভিন্ন সময়ের রেকর্ডিং তুলে ধরা হবে।

মার্শাল জানিয়েছেন, নতুন তথ্যচিত্র প্রকাশের বিষয়ে অবগত আছে আইসিসি।  আগেরবারের মতো এবারও আল-জাজিরার কাছে সম্পাদনাবিহীন মূল ভিডিও চাইবে সংস্থাটির দুর্নীতি-বিরোধী ইউনিট। তবে আল-জাজিরা আগেরবারের মতো এবারও আইসিসি'কে অসহযোগিতা করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

মুনাওয়ার সম্পর্কে তথ্য জানানোর জন্য আইসিসি’র প্রেস রিলিজে মোবাইল নম্বর (+971 56 545 8909) এবং ই-মেইল ঠিকানা ([email protected]) দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।