ক্রিকেটের এই নতুন ফরম্যাট নিয়ে বেশ উদ্বিগ্ন ভারতীয় অধিনায়ক। তার মতে, ক্রিকেটের ভবিষ্যতের জন্য ও ক্রিকেটের বাণিজ্যিকীকরণের লক্ষ্যে এমন ছোট সংস্করণের ক্রিকেট দিন শেষে ক্রিকেটের জন্যই নেতিবাচক হবে।
ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে দলের সঙ্গে ইংল্যান্ডেই আছেন কোহলি। সেখানেই ‘উইজডেন ক্রিকেট মান্থলি’কে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘সত্যি বলতে আমি ক্রিকেটের আর সংক্ষিপ্ত ফরম্যাট দেখতে চাই না। আমি বলবো না যে আমি হতাশ। তবে আপনাকে যখন নিয়মিত এত বেশি ক্রিকেট খেলতে হবে তখন আপনি এর বিপরীতে অনেক বেশি দাবি করবেন। আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। ক্রিকেটের মধ্যে বাণিজ্য ঢুকে ক্রিকেটের আসল সৌন্দর্য্টা নষ্ট করে দিচ্ছে। এটা আমাকে খুবই কষ্ট দিচ্ছে। ’
‘আমি আইপিএল খেলতে পছন্দ করি, বিবিএল দেখতে পছন্দ করি। কারণ সেখানে অনেকদিন থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের চর্চা হচ্ছে। আর এই কারণেই আমরা ক্রিকেট চাই। আমি এসব লিগের জন্য সব মানতে পারি কিন্তু পরীক্ষা-নিরীক্ষা পছন্দ না। আমি বিশ্ব একাদশের অংশ হতে চাই না যে কিনা এই ১০০ বলের ক্রিকেটের উদ্বোধনে অংশ নেবে। ’
ক্রিকেটকে আরও ছোট না করে লংগার ভার্শনের ক্রিকেটের দিকে বেশি নজর দেওয়া উচিৎ বলে মনে করেন ২৯ বছর বয়সী কোহলি। টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি টেস্ট চ্যাম্পিয়নশিপটা টেস্ট ক্রিকেটের গতি বাড়িয়ে দেবে। এই চ্যাম্পিয়নশিপের ফলে প্রায় প্রতিটা সিরিজই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং পুরো টুর্নামেন্ট জুড়েই প্রত্যেকের ওঠা নামা থাকবে। আমি মূলত এই জিনিসটাই চাই। ’
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমকেএম/এমএমএস