কুরবানির ঈদের আগেই এশিয়া কাপকে সামনে রেখে ৩১ সদস্যের প্রাথমিকদল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদের পর ২৯ সদস্যকে নিয়ে শুরু করে অনুশীলন ক্যাম্প।
সৌম্যর মতে, একই গ্রুপে খেলা তিন দলের মধ্যে ব্যাটিংয়ে এগিয়ে বাংলাদেশ। বলেন, ‘আমি অবশ্যই আমাদের সবার উপরে রাখব। সম্প্রতি আমরা যেভাবে ওয়ানডে খেলেছি তাতে আমাদের ব্যাটিং অন্য দুই দল (শ্রীলংকা ও আফগানিস্তান) থেকে অনেক বেশি ভালো। আমরা যদি সেখানে গিয়ে ভাল ক্রিকেট খেলি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুই ভাল ভাবে করি তাহলে আমার মনে হয় ফলাফল আমাদের পক্ষেই আসবে। ’
কেন এগিয়ে রেখেছেন বাংলাদেশকে সে ব্যাখ্যাও দিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বলেন, ‘ওয়ানডে কিভাবে খেলতে হয়, এখন আমরা সেটা জানি। সিনিয়ররা তো পারফর্ম করছেই। জুনিয়ররাও করছে, কিন্তু সেভাবে হাইলাইট হচ্ছে না। আমার কাছে মনে হয় ওদের যে স্ট্রং জোন বা আমাদের যে খেলার ধরণ, এই মুহূর্তে আমরা টপে। ’
বাংলাদেশের গ্রুপ ছাড়া অন্য গ্রুপে খেলবে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে কোয়ালিফাই রাউন্ড থেকে চ্যাম্পিয়ন দল।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমকেএম