বৃহস্পতিবার (৩০ আগস্ট) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন বাঁহাতি পেসার মোস্তাফিজ।
সেখানেই নিজের ছন্দে ফেরা প্রসঙ্গে এই কাটার মাস্টার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে নিজের শতভাগ বোলিং করতে পারি নি।
আসন্ন এশিয়া কাপে ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে মোস্তাফিজ বলেন, ‘তেমন কোন লক্ষ্য নেই। তবে চেষ্টা করব ভালো করার। আমার কাছে অনেকের প্রত্যাশা থাকে। চেষ্টা থাকবে আমি যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারি। ’
নিজের বোলিংয়ের পাশাপাশি কথা বলেন দলের পেস বোলিং ইউনিট নিয়েও। তার মতে, দলের অন্যান্যরাও ভালো প্রস্তুতি নিচ্ছেন। বলেন, ‘ভালো, সবাই কমবেশি ভালো করছে। আমরা শেষ ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতেছি। সবাই ভালো রিদমে আছে, আশা করি এই রিদমটা সামনে কাজে লাগবে। সবার প্রস্তুতিও ভালো হচ্ছে। ’
ক্যারিয়ারের পাশাপাশি নিজের জীবনেও কিছুটা পরিবর্তন এসেছে বলে মনে করেন ২২ বছর বয়সী মোস্তাফিজ। বলেন, ‘আমার কাছে মনে হয় না খুব বেশি পরিবর্তন এসেছে। আমি আগে সাধারন মোস্তাফিজ ছিলাম। আগে কেউ চিনত না, আর এখন আমাকে মানুষ চিনে। এছাড়া আর কোন পরিবর্তন নেই। ’
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এমকেএম