শুক্রবার (৩১ আগস্ট) বেলফাস্টে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেয় আয়ারল্যান্ড। কিন্তু তরুণ আফগান লেগ স্পিনার রশিদ খানের বোলিং তোপে শুরু থেকেই খেই হারিয়ে ফেলেন আইরিশ ব্যাটসম্যানরা।
পেসারদের মধ্যে ৭ ওভারে ২২ রান খরচে ২ উইকেট পেয়েছেন আফতাব আলম। মোহাম্মদ নবী ও গুলবুদ্দীন নায়িব ২ উইকেট করে তুলে নিলে ৩৬.১ ওভারে মাত্র ১২৪ রান তুলতেই সব উইকেট হারায় আয়ারল্যান্ড।
মাত্র ১২৫ রানের স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে মাত্র ৩ রান যোগ করতেই ওপেনার মোহাম্মদ শেহজাদের উইকেট হারায় আফগানিস্তান। তবে লক্ষ্য তাড়া করতে এরপর শুধু রহমত আলির (৩৩) উইকেটটি ছাড়া আর কোনো উইকেট হারায় নি সফরকারীরা। ইহসানউল্লাহ (৫৭) আর হাসমতউল্লাহ (৩৪) দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
অসাধারণ বোলিং করে সিরিজ ও ম্যাচসেরা হয়েছেন রশিদ খান।
এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো আফগানরা। সিরিজের প্রথম ম্যাচে ২৯ রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে পরাজিত হয়েছিলেন রশিদরা।
গত সপ্তাহে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও ঘরে তুলেছে আফগানিস্তান।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমএইচএম