ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে থাকবে রিভিউ, প্লেয়ার ড্রাফট ২৫ অক্টোবর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
বিপিএলে থাকবে রিভিউ, প্লেয়ার ড্রাফট ২৫ অক্টোবর বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। ছবি: বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এ বছরের আসরটি মাঠে গড়াবে আগামী বছর ৫ জানুয়ারি। তবে, জাতীয় নির্বাচনে কোনো সমস্যা না হলে ৪ জানুয়ারিও মাঠে গড়াতে পারে বাংলাদেশের এই আন্তর্জাতিকমানের লিগ। এবারের বিপিএলে নতুনভাবে সংযোজন হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

শনিবার (১ সেপ্টেম্বর) বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। এছাড়া আম্পায়ারিং নিয়ে সমালোচনা, বিদেশি ক্রিকেটারসহ বিপিএল সংক্রান্ত আরও কিছু বিষয়ে আলোচনা করেছে কমিটি।

বিপিএল সদস্য সচিব ইসমাঈল হায়দার বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ২৫ অক্টোবর প্লেয়ার ড্রাফটের মধ্য দিয়ে বিপিএলের কার্যক্রম শুরু হবে। এবারের বিপিএলে থাকবে রিভিউ সিস্টেম।

প্রতি ইনিংসে প্রতিটি দল একটি করে রিভিউ পাবে। প্রতি ম্যাচে থাকবে একজন করে বিদেশি আম্পায়ার। প্রতিটি দল চারজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে। সেপ্টেম্বরের মধ্যে কমিটির কাছে রেখে দেয়া খেলোয়াড়দের নাম দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকেই কিনতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।