শনিবার (১ সেপ্টেম্বর) বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। এছাড়া আম্পায়ারিং নিয়ে সমালোচনা, বিদেশি ক্রিকেটারসহ বিপিএল সংক্রান্ত আরও কিছু বিষয়ে আলোচনা করেছে কমিটি।
বিপিএল সদস্য সচিব ইসমাঈল হায়দার বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ২৫ অক্টোবর প্লেয়ার ড্রাফটের মধ্য দিয়ে বিপিএলের কার্যক্রম শুরু হবে। এবারের বিপিএলে থাকবে রিভিউ সিস্টেম।
প্রতি ইনিংসে প্রতিটি দল একটি করে রিভিউ পাবে। প্রতি ম্যাচে থাকবে একজন করে বিদেশি আম্পায়ার। প্রতিটি দল চারজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে। সেপ্টেম্বরের মধ্যে কমিটির কাছে রেখে দেয়া খেলোয়াড়দের নাম দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকেই কিনতে হবে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমকেএম/এমএমএস