সেই মিঠুনকেই আসন্ন এশিয়া কাপের ১৫ সদস্যের দলে ডেকেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। সুবর্ণ এই সুযোগটি তাই তিনি কোনোভাবেই হাতছাড়া করতে চাইছেন না।
'আসলে কারোরই প্রত্যাশা থাকে না শুধু দলে সুযোগ পাওয়া। অবশ্যই দলে সুযোগ পেয়ে দলের জন্য কিছু করা বা নিজের জায়গাটা পাকা করাটাই থাকে মূল উদ্দেশ্য। এরপরেও কখানো হয় কখনো হয় না। মানুষের জীবন সবসময় একরকম যায় না। সব চেষ্টা যে সফল হবে সেটাও না। আমরা চেষ্টা করতে পারি আমাদের ক্যারিয়ার কিভাবে আরও সুন্দর করা যায়। বাকিটা আল্লাহ্র ইচ্ছা এবং নিজের চেষ্টা। '
রোববার (২ সেপ্টেস্বর) মিরপুর বিসিবি প্রাঙ্গনে তিনি এমন প্রত্যয়,ব্যক্ত করেন।
উইকেটরক্ষক হলেও মিঠুন মূলত একজন টপ অর্ডার ব্যাটসম্যান। বিগত দিনে ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক সিরিজগুলোতে তাকে সেখানেই ব্যাটিং করতে দেখা গেছে। ফলে তার মাইন্ডসেটও তেমনি থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু এশিয়া কাপে দলের সাফল্যের কথা বিবেচনা করে তাকে ততটা রক্ষণশীল মনে হলো না।
'দলের যখন প্রয়োজন হয় তখন আসলে নিজের পছন্দকে ফোকাস করার কিছু নেই। প্রত্যেকটি মানুষেরই জীবনে একটি লক্ষ্য থাকে তবে সবকিছুই যে পূরণ হবে এমন না। দলের স্বার্থে সব জায়গার জন্যই প্রস্তুত থাকতে হবে। যেখানেই আমি খেলবো সেখানেই আমি চেষ্টা করবো শতভাগ দেয়ার এবং আমার দ্বারা যেন দল উপকৃত হয় সেটি খেয়াল রাখবো। '
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস