সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড-২৪৬ ও ২৭১
ভারত-২৭৩ ও ১৮৪
ম্যাচের চতুর্থ দিন ২৪৫ রানের জয়ের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। তবে ২২ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা।
দারুণ খেলতে থাকা কোহলি মঈন আলীর বলে শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি করে বিদায় নেন। ১৩০ বলে ৪টি চারে ৫৮ করেন এই দলনেতা। পরে সেই মঈনের শিকার হয়েই সাঝঘরে ফেরেন রাহানে (৫১)।
মাঝে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ভারতের ইনিংস। ভারতের্ ইনিংসে শেষ হয় ১৮৪ রানে। এতে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষে শিবিরে ধস নামান স্পিনার মঈন। দুই ইনিংস মিলিয়ে তিনি ৯ উইকেট পেলেন। দুটি করে উইকেট পান জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস।
এর আগে স্যাম কুরানের ৪৬ ও জস বাটলারের ৬৯ রানে ভর করে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭১ রান করে।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস