ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের 'সঙ্গী' হওয়ার চ্যালেঞ্জ লিটনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
তামিমের 'সঙ্গী' হওয়ার চ্যালেঞ্জ লিটনের তামিমের ওপেনিং জুটি হওয়ার চ্যালেঞ্জ লিটনের-ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তামিম ইকবালের সঙ্গী হিসেবে ওপেনিং অর্ডারে আজও কাউকেই খুঁজে পায়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কতজনই তো এলেন; শাহরিয়ার নাফিস, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, সৌম্য সরকার। কিন্তু থিতু হতে পারেননি কেউই।

অনন্য সেই সুযোগটি এবার লিটন দাসকে হাতছানি দিচ্ছে। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি ও টেস্টে ওপেন করা এই ডানহাতি ব্যাটসম্যানকে এশিয়া কাপের ১৫ সদ‌স্যের দলে ডাকা হয়েছে।

সেখানে ব্যাট হাতে পারফর্ম করতে পারলেই কেল্লাফতে। ওপেনিং অর্ডারে তামিম পাবেন নিয়মিত সঙ্গী। পাশাপাশি জাতীয় দলেও নিজের জায়গাটি পাকাপোক্ত করতে সক্ষম হবেন লিটন।

বুধবার (৫ সেপ্টেম্বর) মিরপুরে এমন আশা প্রকাশ করলেন সস্প্রতি জাতীয় দলে নিয়মিত ডাক পাওয়া এই টপ অর্ডার ব্যাটসম্যান।

'এটি আসলে একটি ভালো সুযোগ। আমি অনেক দিন থেকে ওয়ানডে দলের বাইরে। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই ভালো করার চেষ্টা করবো। ' 

'নিয়মিত বলতে আসলে ব্যাপারটি অন্যরকম বোঝাচ্ছে। সামনে আমাদের এশিয়া কাপের দুটি ম্যাচ আছে। ওগুলো অনেক গুরুত্বপূর্ণ। সেখানে যদি সুযোগ থাকে ভালো করার আমি অবশ্যই চেষ্টা করবো। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ' 

'কারণ একটি বড় ইভেন্টে যাচ্ছি। আর যদি ওপেনিংয়ে খেলি তাহলে এখানে পারফর্ম করাটা অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জের। চেষ্টা করবো নিজের শতভাগ দেয়ার। সেই অনুযায়ী অনুশীলন করছি। ব্যাটিংয়ের কাজও চলছে। এখন দেখা যাক কি করা যায়। '  যোগ করেন লিটন।

সেই ভালোটি কেমন? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন পারফর্ম ছাড়া তো আর ভালো কিছু নেই। আপনারা রান চান, আমিও রান চাই। ' 

লিটন রান পান এদেশের কোটি কোটি ভক্তরা তেমনই প্রত্যাশা করেন। কিন্তু এশিয়া কাপের মতো বড় মঞ্চে লিটনদের জন্য যে বড় একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আর সেটা হলো লেগ স্পিন। লেগ স্পিন খেলায় তুলনামুলক পিছিয়ে থাকা টাইগার ব্যাটসম্যানরা কতটা স্বতস্ফুর্ত ব্যাটিং করতে পারবেন তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

কারণটিও পরিষ্কার। এদেশে আজও চাহাল কিংবা রশিদ খানের মতো একজন রিস্টবোলার গড়ে ওঠেননি। অনুশীলনে তাই কাজ চালিয়ে নেওয়ার জন্য যুবায়ের হোসেন লিখন ও তানবীর হায়দারদের বল মোকাবেলা করেন ব্যাটসম্যানরা।  

কিন্তু তাদের বলের বিরুদ্ধে করা অনুশীলন সাকিব, তামিমদের জন্য কতখানি স্বস্তিদায়ক হবে সেই প্রশ্নবোধক চিহ্নটিও থেকেই যাচ্ছে। কেননা গেল মে'তে দেরাদুনে এক রশিদ খানের কাছেই নাস্তানাবুদ হয়েছিল পুরো টাইগার শিবির।  

তবে লিটন দাস সুযোগ দেখছেন ফরম্যাটের ভিন্নতায়। যেহেতু দেরাদুনের ফরম্যাটটি ছিল টি-টোয়েন্টি। আর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারে।

'লেগ স্পিনার বলতে আপনি রশিদ খানের কথাই বলছেন হয়তো। সে অনেক ভালো বোলিং করে, বিশ্বে এখন সে ডমিনেট করছে। তবে আপনাকে এটাও বুঝতে হবে যে এখানে ফরম্যাটটি ভিন্ন। টি-টোয়েন্টিতে দ্রুত রান করতে হবে এমন একটি প্রয়োজন ছিল, কিন্তু ওয়ানডে ক্রিকেটটি ৫০ ওভারের। সুতরাং লম্বা সময় পাওয়া যাবে তাঁকে খেলার জন্য। '

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।