বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) এশিয়া কাপকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক ও কোচ স্টিভ রোডস। সেখানেই এক প্রশ্নের উত্তরে মাশরাফি জানান, এই মুহূর্তে বিতর্কিত কিছুই ভাবতে চাইছেন না তারা।
মাশরাফি বলেন, ‘টুর্নামেন্টের আগে অযথা বিতর্ক সৃষ্টি করার কোন মানে হয় না। আমাদের যেই দল আছে সেই দল নিয়েই আমরা ভালো খেলতে পারি, এতটুকু বিশ্বাস নিয়ে যাওয়া জরুরী। আশা করি যারা আছে তারা যথেষ্ট ভালো প্লেয়ার, এশিয়া কাপে ভালো করার জন্যই যাচ্ছে তারা। ’
ভালো কিছুর স্বপ্ন নিয়েই নিজের দল নিয়ে আরব আমিরাতে পা রাখবেন অধিনায়ক মাশরাফি। তবুও বাস্তবতা বিবেচনায় এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু?
এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সম্ভাবনা কতটুকু এভাবে আসলে বলা যায় না। দল গুলো যদি দেখেন, তাহলে আমরা খুব বেশি পিছিয়ে নেই। হয়তো ভারত অনেক ভালো দল। পাকিস্তান তাদের ঘরের মাঠে খেলবে। কিছুটা বাড়তি সুবিধা তারা পাবে। তাদের দলে রিস্ট স্পিনার বেশি আছে। তবুও আমার কাছে মনে হয় আমাদের সামর্থ্য আছে তাদেরকে হারানোর। আমরা শুরুটা কেমন করি আর পরের রাউন্ডে যেতে পারি কিনা, সেটা দেখতে হবে। এখানে বিভিন্ন ক্যালকুলেশন আছে। সব কিছু ঠিক থাকলে আমার কাছে মনে হয় আমরা খুব বেশি পিছিয়ে নেই। ’
দল নিয়ে বর্তমানে ইতিবাচক ভাবনা ছাড়া আর কিছুই ভাবছেন না মাশরাফি। দলে দুর্বলতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে, মাশরাফি এক কথায় জানিয়ে দেন, এসব নিয়ে এখন কথা বলতে চান না।
বলেন, ‘আসলে দুর্বলতা নিয়ে কথা না বলাই ভালো। একটা দল টুর্নামেন্টে যাচ্ছে, এখন ইতিবাচক কথা বলাই ভালো। প্রতিটা দলেরই দুর্বলতা আছে, আমাদেরও অবশ্যই আছে। আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। একটা টুর্নামেন্টের আগে ইতিবাচক মানসিকতা নিয়েই যাওয়া ভালো। আমরা ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে, টি-টুয়েন্টি সিরিজ জিতে এসেছে। আশা করি প্লেয়াররা সবাই ভালো ছন্দে আছে, ফ্রেম অব মাইন্ডে আছে। যা আমাদের সেখানে প্রথম ম্যাচে ভালো খেলতে সাহায্য করবে। ’
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর ০৬, ২০১৮
এমকেএম