এমনটাই ঘটেছে পাকিস্তানের চলমান কায়েদ-ই-আজম ট্রফিতে। এই লিগেই হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলা ইমরান ফারহাতসহ ৮ ক্রিকেটার ছারপোকার কামড়ে পৌঁছে গেছেন হাসপাতালে।
টুইটারে ফারহাত লেখেন, ‘মাঠ থেকে সরাসরি হাসপাতালে যাচ্ছি। ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ছারপোকার ভয়ানক আক্রমণের শিকার হয়েছি। সবাই প্রচণ্ড অসুস্থ বোধ করছে। প্রতিকূল অবস্থার সঙ্গেও কঠিন লড়াই করছে। সব খেলোয়াড়কেই এন্টিবায়োটিক নিতে হয়েছে। ’
শুধু পোস্ট দিয়েই ক্ষান্ত থাকেননি এই ক্রিকেটার। পাশাপাশি ড্রেসিংরুমের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানেই দেখা যায়, ড্রেসিংরুমে বসার আসনগুলো প্রায় অধিকাংশ ভাঙা। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলো কাজ করছে না। এ ছাড়া বিশ্রামাগার ময়লা-আবর্জনায় ভরা।
এই ঘটনাই প্রথম নয়। এর আগে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডের নোংরা ড্রেসিংরুম দেখে বেজায় খেপে যান পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান মিসবাহ উল হক।
ক্ষোভ প্রকাশ করে টুইটও করেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এমকেএম