বর্তমান ক্রিকেটের চির পরিচিত এই ধারাটির সঙ্গে অন্যান্যদের মতো বেশ পরিচিত হয়ে উঠেছেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও। কাজেই আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আসন্ন এশিয়া কাপেও বোলারদের চাইতে ব্যাটসম্যানদের দাপটই বেশি দেখা যাবে বলে তিনি মনে করেন।
তবে মাশরাফির মতো অভিজ্ঞ বোলার দলে থাকায় লাল সবুজের পেস বোলিং ইউনিট ভাল কিছু করবে বলেই আশা প্রকাশ করেছেন সাবেক এই ক্যারিবিয়ান কিংবদন্তি।
শুধু মাশরাফিই নন, বল হাতে দুইবারের এশিয়া কাপ রানারআপদের ভালো সময় উপহার দিতে মোস্তাফিজ ও রুবেল হোসেনের ওপরেও অবিচল আস্থা রাখছেন টাইগাদের এই পেস বোলিং বস। 'আমি খুবই আশাবাদী। আক্রমণভাগে সামনে থেকে মাশরাফি নেতৃত্ব দেবে। ও খুবই অভিজ্ঞ। বাকিরা ওকে অনুসরণ করবে। তাছাড়া মোস্তাফিজও ও বেশ আত্মবিশ্বাসী হয়ে ফিরেছে। রুবেলকেও আত্মবিশ্বাসী দেখছি। তাদের আত্মবিশ্বাসে আমি আশাবাদী। তাছাড়া ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভাল করেছে। ওয়ানডেতে যা করেছে সেটা আমাদের জন্য বড় অর্জন। '
শনিবার (৮ সেপ্টেম্বর) মিরপুরে তিনি একথা বলেন।
আর এশিয়া কাপে বোলারদের সামর্থ্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, 'আমার মনে হয় না পেস বান্ধব হবে। দুবাই ও শারজার উইকেট ওয়ানডের জন্য ব্যাটিং বান্ধব। তাছাড়া এ জাতীয় টুর্নামেন্টে সবাই রান দেখতে চাইবে। কাজেই বোলারদের জন্য কাজটি খুবই চ্যালেঞ্জিং হবে। '
এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে টাইগাররা আরও মুখোমুখি হবে আফগানিস্তানের।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস