ভারতের ইনিংসে এদিন পুরো সিরিজের মতো ফের ব্যর্থতার খাতায় নাম লেখান ওপেনার শিখর ধাওয়ান। ব্যক্তিগত ৩ রান করে তিনি ব্রডের বলে এলবি হয়ে বিদায় নেন।
৩৭ করেন পুজারা। আর এক রানের জন্য (৪৯) হাফসেঞ্চুরি বঞ্চিত হন অধিনায়ক কোহলি। পরে আজিঙ্কা রাহানে শূন্য ও ঋশব প্যান্ট ৫ রানে ফিরে গেলে বিপাকে পড়ে সফরকারী দলটি। অবশ্য এই টেস্টে অভিষেক হওয়া হনুমা বিহারি ৫০ বলে ২৫ রানে অপরাজিত থেকে নিজের জাত চিনিয়েছেন। ৮ রানে অপরাজিত আছেন রবিন্দ্র জাদেজা। ভারত দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে।
ইংলিশ বোলারদের মধ্যে জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট পান ব্রড ও স্যাম কুরান।
এর আগে প্রথম দিন ১১ রানে অপরাজিত থাকা ইংল্যান্ড ব্যাটসম্যান বাটলার দ্বিতীয় দিন দলকে দারুণভাবে টেনে নেন। মূলত সঙ্গীর অভাবেই তার সেঞ্চুরি পাওয়া হয়নি। ১৩৩ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৮৯ রান করে বিদায় নেন তিনি। ব্রডের ৩৮ রানও দলের জন্য বেশ কার্যকরী হয়।
ভারতীয় বোলারদের মধ্যে জাদেজা ৪টি উইকেট নেন। অন্যদিকে জসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা সমান ৩টি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস