৫-২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ।
দুবাইতে এপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।
তামিম অবশ্য আছেন আশরাফুলের ওপরে থাকা ডায়মন্ড ক্যাটাগরিতে। আর আশরাফুলের সঙ্গে গোল্ড ক্যাটাগরিতে আছেন মুশফিক ও সাব্বির। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে আছেন রাজু, তাসকিন ও সাইফ। আর আইসিসি এএম ক্যাটাগরিতে রাখা হয়েছে জুনায়েদকে।
এই লিগের আইকন ক্রিকেটার হিসেবে আছেন রশিদ খান, ব্র্যান্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল।
এর আগে গেল ১৩ আগস্ট আশরাফুলের ৫ বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যায়।
পরে তিনি বাংলানিউজকে বলেন, ‘আফগান টি-টুয়েন্টি লিগে সুযোগ পেলে নিজের ফিটনেস প্রমান করতে চাইব। আমার স্ট্রাইক রেট নিয়ে (ঢাকা প্রিমিয়ার লিগের স্ট্রাইক রেট) অনেক কথা হয়েছে। আমি সেখানে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করব। ’
১৯ দিনের এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী পাঁচ প্রদেশের দলগুলো হলো: কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এমএমএস