কিন্তু দুবাই দুতাবাসের দীর্ঘ সুত্রিতায় তার পুরোপুরি সম্ভবপর হয়ে ওঠেনি। কেননা দুই টাইগার সদস্যের ভেতরে শুধু রুবেল হোসেনের ভিসার সুখবর পাওয়া গেছে।
প্রকারান্তরে তামিম ইকবালের জন্য এখনও কোনো সুসংবাদ নেই। তবে আশার কথা হলো আজ সন্ধ্যার মধ্যে তামিমের ভিসা পাওয়ার কথা রয়েছে।
সুসংবাদ নেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও ম্যানেজার খালদ মাহমুদ সুজনেরও। তামিম ইকবালের মতো তারাও এখনও ভিসা জটিলতায় আছেন এবং এশিয়া কাপ মিশনে তাদের যাত্রা বিলম্বিত হচ্ছে।
১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। ৬ দলের অংশগ্রহনে দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের দ্বিতীয় ও শেষ ম্যাচটিও অনুষ্ঠিত হবে দুবাইয়ে, ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস