ওয়ানডে ফরম্যাটের এবারের আসরের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫.৩০মিনিটে। ১৩ দিন ব্যাপী এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
দুই গ্রুপ থেকে শীর্ষ দুইটি করে দল খেলবে সুপার ফোরে। যেখানে চার দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেখান থেকে শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল ম্যাচ।
এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি:
গ্রুপ 'এ': বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান
গ্রুপ 'বি': পাকিস্তান, ভারত, হংকং
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম হংকং (দুবাই)
১৭ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম হংকং (দুবাই)
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)
সুপার ফোরের সূচি:
২১ সেপ্টেম্বর- গ্রুপ 'এ' বিজয়ী বনাম গ্রুপ 'বি' রানার্স আপ (দুবাই)
২১ সেপ্টেম্বর- গ্রুপ 'বি' বিজয়ী বনাম গ্রুপ 'এ' রানার্স আপ (আবুধাবি)
২৩ সেপ্টেম্বর- গ্রুপ 'এ' রানার্স আপ বনাম গ্রুপ 'বি' রানার্স আপ (দুবাই)
২৩ সেপ্টেম্বর- গ্রুপ 'এ' বিজয়ী বনাম গ্রুপ 'বি' বিজয়ী (আবুধাবি)
২৫ সেপ্টেম্বর– গ্রুপ 'এ' বিজয়ী বনাম গ্রুপ 'এ' রানার্স আপ (দুবাই)
২৬ সেপ্টেম্বর- গ্রুপ 'বি' বিজয়ী বনাম গ্রুপ 'বি' রানার্স আপ (আবুধাবি)
ফাইনাল
২৮ সেপ্টেম্বর (দুবাই)
বাংলাদেশের গাজী টিভি, চ্যানেল নাইন ও বিটিভি প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া এবারের এশিয়া কাপ বিভিন্ন ভাষায় সম্প্রচার করবে স্টার স্পোর্টস। তাছাড়া এই আসরের ম্যাচগুলো দর্শকরা দেখতে পাবেন অললাইনের হটস্টার এপ ও হটস্টারের ওয়েবসাইটে।
এশিয়া কাপের ম্যাচগুলো সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট, স্টার স্পোর্টস এইচডি, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি এবং স্টার স্পোর্টস তামিল।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমকেএম