৯ বারের ডাকের পরিসংখ্যানে ৫ বারই মেরেছেন গোল্ডেন ডাক। মানে প্রথম বলেই আউটের খড়গ মাথায় নিয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে।
সাকিব ক্যারিয়ারে প্রথম গোল্ডেন ডাক মেরেছিলেন ২০০৭ সালের ২০ জুলাই লঙ্কানদের বিপক্ষেই। শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে পারভেজ মাহরুফের বলে উইকেটের পেছনে সাঙ্গাকারার গ্লাভসে ক্যাচ তুলে দিয়েছিলেন।
দ্বিতীয় গোল্ডেন ডাকের দেখা মিলেছিলো ২০০৮ সালের ৮ এপ্রিল পাকিস্তানের সঙ্গে। ইফতেখার আনজুমের কৌশলি ডেলিভারিতে কামরান আকমলের গ্লাভসে আটকা পড়েছিলেন।
তৃতীয়টি ছিলো ২০১০ সালের ৭ জানুয়ারি ঢাকায়। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই দৌড় দিলে রানআউট হয়ে নিজের ইনিংসের সমাপ্তি টানতে হয়।
আর চতুর্থ গোল্ডেন ডাকের দেখা পেয়েছেন ২০১৪ সালের ২৩ নভেম্বর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভুসিমুজি সিবান্দার বলে বোল্ড আউট হন টাইগারদের বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বাকি ৪টি ডাকের ২টি ওয়েস্ট ইন্ডিজ, ১টি নিউজিল্যান্ড ও অপরটি ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস