শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নামার পরই ‘অনাকাঙ্ক্ষিত’ দৃশ্য দেখতে হয় বাংলাদেশকে। চোটের কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন তামিম।
তবে ম্যাচের মাঝপথেই তামিমের ইনজুরির আপডেট দিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, কবজিতে চোটের কারণে পুরো এশিয়া কাপই শেষ হয়ে গেছে তামিম ইকবালের। খানিকবাদেই ড্রেসিংরুমে পাল্টার করা বাঁ হাতে স্লিং বাঁধা অবস্থায় দেখা যায় তামিমকে।
প্রায় এক যুগ ধরে বাংলাদেশ দলের এক প্রান্ত আগলে রাখার এ সেনানি ছিটকে পড়ায় এশিয়া কাপে বাংলাদেশের যাত্রাটা কিছুটা ধাক্কাই খেলো বলা যায়।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশকে খেলতে হবে আফগানিস্তানের সঙ্গে। গ্রুপ পর্বের একটি ম্যাচ জিতেই দ্বিতীয় পর্বে ওঠার সুযোগ থাকছে। দু’টি গ্রুপ থেকে সেরা দুটি দল দ্বিতীয় পর্বে খেলবে। ।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এইচএ/
** চোট নিয়ে মাঠ ছাড়লেন তামিম