গ্রুপ পর্বে নিজের শেষ ম্যাচে দুবাইয়ে বুধবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে মাত্র ২ রান তুলতেই ওপেনার ইমাম-উল-হকের (২) উইকেট হারায় পাকিস্তান।
পাকিস্তানের দ্বিতীয় উইকেটটিও ভুবনেশ্বরের। ইনিংসের পঞ্চম ওভারে নিজের প্রথম বলেই আরেক পাকিস্তানি ওপেনার ফখর জামানকে তুলে নেন এই পেসার। ভুবনেশ্বরের শর্ট লেন্থের বলে মিড উইকেটে দাঁড়ানো চাহালের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ফখর।
এরপর ৮২ রানের দারুণ এক জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন শোয়েব মালিক ও বাবর আজম। কিন্তু ব্যক্তিগত ৪৭ রানে কুলদিপ যাদবের বলে এগিয়ে এসে মারতে যান বাবর। কিন্তু বলের লাইন বুঝতে ভুল করায় বল গিয়ে তার অফ স্ট্যাম্প ভেঙে দিলে বিদায় নিতে হয় এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে।
এরপর ক্রিজে নামেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু স্কোর বোর্ডে ১১ রান যোগ হতেই তিনিও বিদায় নেন। ইনিংসের ২৫তম ওভারের শেষ বলে স্পিনার কেদার যাদবের বলে তুলে মারেন সরফরাজ। কিন্তু লং অনে থাকা ফিল্ডার হার্দিক পান্ডিয়া দুর্দান্ত এক ক্যাচ নিলে ৬ রান করেই বিদায় নিতে হয় সরফরাজকে। বাউন্ডারির সীমানা পেরিয়ে লাফিয়ে বল ধরে সঙ্গে সঙ্গে বল সীমানার ভেতরে ফেরত পাঠিয়ে আবার তালুবন্দি করেন পান্ডিয়া।
পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন ঘটে এক ওভার পরেই। এবার রাইডুর সরাসরি থ্রোতে শোয়েব মালিক (৪৩) রান আউটের শিকার হয়ে ফেরেন। পরের ওভারে কেদার যাদবের বলে উইকেটরক্ষক ধোনির ক্যাচে পরিণত হন আসিফ আলী (৯)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
বাংলাদেশ সময় ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমএইচএম