ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিকে দেশের বড় সম্পদ আখ্যায়িত করায় আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
মাশরাফিকে দেশের বড় সম্পদ আখ্যায়িত করায় আনন্দ মিছিল আনন্দ মিছিল। ছবি: বাংলানিউজ

নড়াইল: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দেশের সবচেয়ে বড় সম্পদ আখ্যায়িত করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল হয়েছে। 

সোমবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় শুভেচ্ছা ক্লাব ও নড়াইলের সাধারণ জনগণের আয়োজনে এ আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে নড়াইলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

গত বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দেশব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাশরাফি বিন মর্তুজাকে দেশের সবচেয়ে বড় সম্পদ আখ্যায়িত করে তার জন্য দোয়া কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।