ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বরিশাল-রাজশাহী ম্যাচে বোলারদের দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
বরিশাল-রাজশাহী ম্যাচে বোলারদের দাপট ফরহাদ রেজা-ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগ। যদিও ম্যাচের প্রথম দুই দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। কিন্তু তৃতীয় দিন খেলতে নামলে দাপট দেখায় দু’দলের বোলাররাই।

টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা বরিশাল মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায়। জবাব দিতে স্বস্তিতে নেই রাজশাহীও।

দিন শেষে ১২৫ রানে ৯টি উইকেট হারিয়েছে তারা। ৮ রানে পিছিয়ে রয়েছে।

ফরহাদ রেজার দুর্দান্ত বোলিংয়ে বরিশাল এদিন ছন্নছাড়া হয়ে ব্যাটিং করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন সাত নম্বরে ব্যাট করতে নামা নুরুজ্জামান। এছাড়া ৩১ রান আসে আল-আমিনের ব্যাট থেকে।

ফরহাদ রেজা ১৬ ওভারে ৬ মেডেনসহ ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। দুটি করে উইকেট পান মুক্তার আলী ও তাইজুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নামা রাজশাহী আরও অস্বস্তিতে পড়ে। সোহাগ গাজী ও কামরুল ইসলাম রাব্বিদের তোপে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে। সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত আছেন মুক্তার আলী। সাব্বির রহমান করেন ৩১ রান।

গাজী সর্বোচ্চ ৩টি উইকেট নেন। রাব্বি, তানভির ইসলাম ও মনির হোসেন দুটি করে উইকেট ভাগ করে নেন।

এদিকে কক্সবাজারে দিনের অপর ম্যাচে সিলেটের মুখোমুখি হয়েছিল ঢাকা বিভাগ। এ ম্যাচটিও বৃষ্টির কারণে তৃতীয় দিনে শুরু হয়। যেখানে টসে হারা সিলেট প্রথম ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে ২২৯ রান করেছে। জাকির হাসান ৮৪ ও রাজিন সালেহ ৬৪ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।