ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহ যুবা টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহ যুবা টাইগারদের লঙ্গান যুবাদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ভালো ব্যাটিং স্বস্তি দিচ্ছে যুবা টাইগারদের-ছবি: সংগৃহীত

দুই ব্যাটসম্যানের ফিফটি আর তিন ব্যাটসম্যানের চল্লিশোর্ধ্ব ইনিংসের ওপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জবাবে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে লঙ্কানরা।

কলম্বোর নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট গ্রাউন্ডে প্রথম চারদিনের ম্যাচে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান নিয়ে আজ বুধবার (১৭ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলা শুরু করে যুবা টাইগাররা। কিন্তু স্কোর বোর্ডে কোনো রান যোগ না হতেই লঙ্কান বোলার ড্যানিয়েলের বলে উইকেটরক্ষক মিশারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন শামিম হোসেন (৪৩)।

এরপর আরও ৪ রান যুক্ত হতেই আউট হয়ে যান অধিনায়ক তৌহিদ হৃদয় (৫৪)।

লঙ্কান বোলারদের তোপে যুবা দলের শেষ ৫ ব্যাটসম্যানের ৪ জনই দ্রুত বিদায় নিলেও একপ্রান্তে অটল থাকেন অমিত হাসান। শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে নামের পাশে যুক্ত করেন ৬৪ রান তিনি। ৯৯ বলের এই ইনিংসে ৬টি চার মেরেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার যুব দলের হয়ে ৪ উইকেট নিয়েছেন চামিদু উইজেসিংহে। ২ উইকেট করে তুলে নিয়েছেন ড্যানিয়েল, সাঞ্জায়া, সান্দুন মেন্ডিস।

জবাবে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে লঙ্কান যুবারা। লঙ্কান ওপেনার কামিল মিশারাকে (১৯) বোল্ড করে একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন যুবা টাইগার অধিনায়ক তৌহিদ হৃদয়।

শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ সময় : ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।