টসে জিতে স্বাগতিক ভারতে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে বড় লক্ষ্যই দেয় অতিথিদের।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি অতিথিদের। বেঙ্গালুরুর মাঠে মাত্র ১৩ রানেই ফিরে যান ওপেনার স্টোয়েনিস। ব্যক্তিগত ৭ রানে সিদ্ধার্থ কওলের বলে ফেরেন তিনি৷ ৮ রানে ফেরেন ফিঞ্চও।
আরেক ওপেনার শর্ট হাফসেঞ্চুরির দিকে এগোতে থাকলেও ৪০ রানে ফিরে যান তিনি৷
একপ্রান্ত আগলে রেখে ম্যাক্সওয়েল পূর্ণ করেন টি-২০ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১১৩ রানে অপরাজিত থাকেন তিনি।
ভারতের হয়ে দুটি উইকেট নেন শংকর। আর একটি নেন কওল।
আগে ব্যাট করে ১৯০ রান তোলায় ভারতীয় দুই ওপেনার দারুন ভূমিকা রাখেন। তবে প্রধান ভূমিকায় অধিনায়ক বিরাট কোহলি। দুই ওপেনার লোকেশ রাহুল ৪৭ ও শেখর ধাওয়ান রানে ফিরে গেলে হাল ধরেন কোহলি।
পূর্ন করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৭২ রানে অপরাজিত থাকেন তিনি।
ভারতীয় বাকি ব্যাটসম্যানদের মধ্যে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ৪০ রান।
অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন ব্যাহরেনড্রফ, কলটার নাইল, প্যাট কামিন্স ও শর্ট।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এমকেএম/