সৌম্য সরকার মিডিয়াম পেসার হলেও দলের প্রয়োজনে বল করেন। মূল যে তিনজন পেসার একাদশে রয়েছেন তাদের কেউই সাফল্যের মুখ দেখেননি।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেই কারণটাই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস। তিনি বলেন, ‘ফিটনেসের সীমাবদ্ধতার কারণেই মোস্তাফিজকে একাদশে রাখা হয়নি। টিম ম্যানেজমেন্ট মনে করেছে তাকে বিশ্রামে রাখাই ভালো হবে। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের জন্য তাকে নিয়ে পরিকল্পনা করাই মঙ্গলজনক। ’
রোডস আরও জানান, ‘পরপর দুটি টেস্ট ম্যাচ খেলা মোস্তাফিজের জন্য কঠিন হবে। তার কাছ থেকে সেরা পারফরম্যান্স পেতে হলে তাকে মানসিকভাবে ফ্রেশ রাখা প্রয়োজন। তাই তাকে বিশ্রামে রাখাই ভালো। ’
মোস্তাফিজের অনুপস্থিতির কারণে অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়েই মাঠে নামে বাংলাদেশ। তবে কৃতিত্বটা কিউই ব্যাটম্যানদেরই দিচ্ছেন স্টিভ রোডস। তিনে বলেন, ‘রাভাল-ল্যাথাম ভালো ব্যাট করেছে। কোনো সুযোগ দেয়নি ওরা। এরকম দিনে বল করাটাও কঠিন। ’
তবে তৃতীয় দিনে ঘুরে দাঁড়াতে পেসারদেরই দায়িত্ত্ব নিতে হবে বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, মার্চ ০১, ২০১৯
আরএআর/এমএইচএম