প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৩৭ বল বাকি থাকতে ১৪০ করে জয় পায় কলকাতা।
জয়পুরে ১৪০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে তাণ্ডব চালান কলকাতার দুই ওপেনার লিন ও নারাইন। মাত্র ৮.৩ ওভারে ৯১ রানের জুটি গড়েন তারা। তবে ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত থাকেন নারাইন। ২৫ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৪৭ করে তিনি শ্রেয়াস গোপালের বলে স্টিভেন স্মিথকে ক্যাচ দিয়ে বিদায় নেন।
কিন্তু আইপিএল ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরির দেখা পান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান লিন। তিনি ৩২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০ করে সেই গোপালের বলেই আউট হন লিন। শেষ দিকে রবিন উথাপ্পা (২৬) ও শুবমান গিলের (৬) অপরাজিত ব্যাটিংয়ে বড় জয় নিয়ে মাঠ সফরকারীরা।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক আজিনকা রাহানের উইকেট হারায় রাজস্থান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭২ রান তোলেন জস বাটলার ও স্টিভেন স্মিথ।
বাটলার ৩৪ বলে ৩৭ করে বিদায় নিলেও হাফ সেঞ্চুরি তুলে নেন স্মিথ। তিনি শেষ পর্যন্ত ৫৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসটিতে ছিল সাতটি চার ও একটি ছক্কার মার। তবে মন্থর ব্যাটিং করায় দলীয় ইনিংস বড় হয়নি স্বাগতিক দলটির।
কলকাতা বোলারদের মধ্যে হ্যারি গার্নি সর্বোচ্চ দু’টি উইকেট পান। এছাড়া প্রসিধ ক্রিশনা একটি উইকেট পান।
৫ ম্যাচে ৪ জয় ও এক হারে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো কলকাতা।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এমএমএস/জিপি