১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম থেকেই ব্যাট চালাতে শুরু করে রাজস্থানের দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও বাটলার। দলীয় ৬০ রানে রাহানে (৩৭) ফিরলেও থামেনি বাটলারের ব্যাট।
৪ উইকেট হাতে রেখেই রাজস্থান পৌঁছে যায় জয়ের পন্দরে। হাতে তখনও তিন বল।
মুম্বাইয়ের পক্ষে তিনটি উইকেট তুলে নেন ক্রুনাল পান্ডিয়া। আর দুটি নেন জসপ্রিত বুমরাহ ও একটি নেন রাহুল চাহার।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় মুম্বাইয়ের। কিন্তু শেষ পর্যন্ত বড় রান তুলতে সক্ষম হয়নি তারা। ডি ককে ৮১ রান ছাড়া রোহিত শর্মা ৪৭, হার্দিক পান্ডিয়া ২৮, সূর্যকুমার যাদব করেন ১৬ রান।
রাজস্থানের হয়ে তিন উইকেট নেন জোফরা আরচার। একটি করে নেন কুলকারনি ও উনাদকর।
ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ওঠে বাটলারের হাতে।
৭ ম্যাচে ৪ জয় নিয়ে মুম্বাই আছে পয়েন্ট তালিকার তিনে। অপরদিকে ৭ ম্যাচে ২ জয়ে রাজস্থাম আছে টেবিলের ৭ম নম্বরে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এমকেএম