বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরেই দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। গতিও ফিরে পেয়েছিলেন।
বিশ্বকাপের দলে জায়গা না হওয়ায় মিরপুরের হোম অব ক্রিকেটে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেন তাসকিন। কান্না চেপে এক পর্যায়ে তাসকিন বললেন, ‘সবাই তো ভালো চায়, সামনে আরও সুযোগ আছে। আমি আমার চেষ্টা চালিয়ে যাবো। সুপার লিগ খেলবো (ঢাকা প্রিমিয়ার লিগ)। ভালো করে খেলার চেষ্টা করবো। সবাই দোয়া করবেন। ' কথাটা বলেই দ্রুত চোখ মুছতে মুছতে স্থান ত্যাগ করলেন তিনি।
তবে তাসকিনের আশা শেষ হয়ে যায়নি। আগের দিনই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন এই স্কোয়াড চূড়ান্ত নয়। হাতে এখনও ফাইনাল স্কোয়াড দেওয়ার সুযোগ আছে। তার আগে আয়ারল্যান্ড সফরে দলের পারফরম্যান্স নজরে রাখতে চায় বিসিবি। কিন্তু সেই স্কোয়াডেও নেই তাসকিনের নাম। তবু তার সামনে দরজা খোলা আছে। কীভাবে?
ইনজুরি থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে শুরু করেছেন তাসকিন। প্রথম ম্যাচে ৫ ওভারে দিয়েছেন ৩৬ রান। উইকেট পাননি। সবেমাত্র ইনজুরি কাটিয়ে ফিরেছেন। সময় লাগাই স্বাভাবিক। হাতে আছে আরও ৪ ম্যাচ। এই ম্যাচগুলোতে দারুণ কিছু করতে পারলে সুযোগ পেতে পারেন তাসকিন।
তাসকিনের সুযোগের কথা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও, ‘এখন পর্যন্ত সে (তাসকিন) পুরোপুরি ফিট না। সেই হিসেবে আমরা তাকে স্কিল ফিট হিসেবে চাচ্ছি না। সে ঘরোয়া লীগে একটি ম্যাচে খেলেছে স্কিল ফিট হিসেবে। কিন্তু তার ফিটনেস শতভাগ নয়। '
তিনি আরও বলেন, ‘তবে এখনও সময় আছে। আয়ারল্যান্ড সফরে আমাদের ১৭ জন সদস্য যাচ্ছে। এর মধ্যে ও যদি পুরো ফিট হয়ে যায় এবং দরকার হয় তাহলে ওকে আমরা ব্যাকআপ হিসেবে রাখবো। আমরা ওকে নিয়ে অনেক দিন থেকেই চিন্তা করছি। '
বাংলাদেশ সময়ঃ: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এমএইচএম