এই আলোচনায় উঠে আসে, নানা দলের নানান দিক। এক পর্যায়ে আলোচনায় চলে আসে বাংলাদেশের নামও।
ভারত-ইংল্যান্ডকে এগিয়ে রেখে লারা বলেন, ‘প্রতিটি দল এক-দুটি ম্যাচ খেলে ফেলার পর আসলে ভালো বলতে পারতাম। জানতে চাইলে ইংল্যান্ড! সাধারণত তাদের নাম বলে ঝুঁকি নিতে চাই না। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা হারতে ভোলে না (হাসি)! তবে এবারের দল ভালো মনে হচ্ছে। ওরা আর ভারত, আমার মনে হয় এ দুই দলই শেষ চারে যাবে। ’
এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রসঙ্গ আসতেই কিংবদন্তি এই ব্যাটসম্যান বলেন, ‘অন্য দলগুলোর ব্যাপারে একইভাবে বলতে পারছি না। তবে ওয়েস্ট ইন্ডিজকে ধারাবাহিক ভালো খেলতে হবে। আমরা প্রমাণ করেছি ভারত-ইংল্যান্ডকে হারাতে পারি আমরা। নিজেদের দিনে যেকোনো দলকেই হারাতে পারি। কিন্তু বাংলাদেশ-আফগানিস্তানের মতো দলের কাছে হেরে গেলে নিজেদের সম্ভাবনা নিজেরাই শেষ করে দেব। ওয়েস্ট ইন্ডিজকে এটি এড়াতেই হবে (বাংলাদেশ-আফগানিস্তানের কাছে হার)। আমি তাদেরকে (উইন্ডিজ) সেমিফাইনালে দেখতে চাইব। ’
আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। আর ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ক্যারিবীয়রা।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এমকেএম/এমএমএস