ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বুধবার আয়ারল্যান্ড যাচ্ছে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
বুধবার আয়ারল্যান্ড যাচ্ছে টাইগাররা ফাইল ফটো

বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগে প্রস্তুতির জন্য ভাল সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। তাই বলাই যায় যে নিজেদের ঝালিয়ে নিতেই বুধবার (১ মে) আয়রল্যান্ডের উদ্দেশ্যে মাশরাফির নেতৃত্বে ঢাকা ছাড়বে টাইগারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় দেশ ছাড়বে বাংলাদেশ। দুবাইয়ে যাত্রা বিরতির পর আয়ারল্যান্ডে পৌঁছাবে মাশরাফিবাহিনী।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জন ক্রিকেটার আর ত্রিদেশীয় সিরিজের জন্য দলে থাকা অতিরিক্ত ৪ জন ক্রিকেটারসহ কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সবাই একসঙ্গে যাবেন।

৫ মে ত্রিদেশীয় সিরিজ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ 
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহিড
১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড
১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহিড 
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
১৭ মে: ফাইনাল, মালাহিড

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘন্টা, ৩০ এপ্রিল, ২০১৯
আরএআর/এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।