ক্রিকেট লিগের উদ্বোধনকালে পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ। ছবি: বাংলানিউজ
রাজশাহী: রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে এ ক্রিকেট লিগের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে এসপি শহিদুল্লাহ বলেন, ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে।
রাজশাহী অঞ্চল থেকেও জাতীয় পর্যায়ে অনেক ভালো ক্রিকেটার উঠে এসেছেন। ক্রীড়াচর্চা মানুষকে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করে এবং মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ থেকে বিরত রাখে। তাই আরও বেশি পরিমাণে টুর্নামেন্টের আয়োজন করতে হবে।
বক্তব্য শেষে এসপি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা প্রথম বিভাগ ক্রিকেট লিগের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. লিয়াকত আলী।
উদ্বোধনী খেলায় অংশ নেয় দড়িখড়বোনা স্টাইকার ও রাণীনগর ক্লাব।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এসএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।