বৃহস্পতিবার (০২ মে) ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মার মুম্বাই। ২০ ওভারে ৫ ইউকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে তারা।
১৬৩ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে নাটকীয় ড্র করে কেন ইউলিয়ামসনের হায়দ্রাবাদ। অপরাজিত থেকে সর্বোচ্চ ৪৭ বলে ৭১ রান করেন ভারতীয় ব্যাটসম্যান মনিশ পান্ডে। এছাড়া ম্যাচ ড্রয়ে নায়কের ভূমিকা পালন করেন এই খেলোয়াড়।
ব্যাটিংয়ে ১৯তম ওভারের শেষে হায়দ্রাবাদের সংগ্রহ ছিল ৫ ইউকেটে ১৪৬ রান। উইকেটে শ্বাসরুদ্ধকর অবস্থায় ৬ বলে ১৭ রানের টার্গেটে অবস্থানে ছিলেন মনিশ পান্ডে ও মোহাম্মাদ নবী। ২ বলে ২ রান সংগ্রহের পর ৩য় বলে ছক্কা হাঁকান নবী। কিন্তু চতুর্থ বলে মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার বলে প্যাভিলিয়নে ফিরে গেলেন নবী। প্রয়োজন দুই বলে ৯ রান। আর শেষ বলে ছক্কায় হাঁকিয়ে মনিশ পান্ডে সুপার ওভারে নিয়ে গেলেন ম্যাচটিকে।
সুপার ওভারে মোহাম্মাদ নবীর রান তোলার চেষ্টা থাকলেও ৬ বলে ২ ইউকেট হারিয়ে ৮ রান সংগ্রহ করতে পারে হায়দ্রাবাদ। জবাবে ৩ বলে কোনো ইউকেট না হারিয়ে জয়ের দেখা পায় মুম্বাই ইন্ডিয়ান্স।
এ পর্যন্ত আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে মুম্বাইসহ ৩টি দল আইপিএলে কোয়ালিফাই নিশ্চিত করেছে। ১৩ ম্যাচে ৯টি জয় এবং ৪টি হারে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সুপার কিংস। একই সংখ্যক ম্যাচে ৮ জয় এবং ৫ হারে ১৬ পয়েন্ট নিয়ে ২য় অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স এবং একই পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থেকে ৩য় অবস্থানে দিল্লি ক্যাপিটালস।
বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এমএএম/এমএমএস