শীর্ষে থাকা পাকিস্থানের রেটিং পয়েন্ট ২৮৬। ২৬২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডে ক্রিকেটে দারুণ করলেও টি-টোয়েন্টিতে এখনো সেভাবে নজর কাড়তে পারেনি বাংলাদেশ। সীমিত ওভারের এই ফরম্যাটে টাইগাররা পিছিয়ে আছে আফগানিস্তানের মতো নবাগত শক্তির চেয়েও। ২২০ পয়েন্ট নিয়ে দশে টাইগাররা। সাতে থাকা আফগানদের পয়েন্ট ২৪১।
রশিদ-নবীরা পেছনে ফেলেছেন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো টি-টোয়েন্টি শক্তিকেও। ২২৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে ক্যারিবিয়ানরা। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে আটে লঙ্কানরা।
তবে এবার সবচেয়ে বড় লাফটা দিয়েছে নবাগত নেপাল। ১৪ থেকে তারা উঠে এসেছে ১১তম স্থানে। তাদের পেছনে পড়ে গেছে জিম্বাবুয়ে (১৩), আয়ারল্যান্ডের ১৫) মতো দলগুলো।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘন্টা, মে ০৩, ২০১৯
ইউবি/এমএইচএম