বোলিংয়ে এদিন সামনে থেকেই নেতৃত্ব দেন অধিনায়ক মাশরাফি। ওপেনার সুনীল অ্যামব্রিসকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেওয়ার পর ফেরান আগের তিন ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা শাই হোপকে (৮৭)।
আরও পড়ুন...সৌম্য-মুশফিকের বীরত্বে ফাইনালে বাংলাদেশ
উইন্ডিজদের বিপক্ষে আগের ম্যাচে বেশ খরুচে মোস্তাফিজ এদিন নিজেকে ঠিকই স্বরূপে ফেরান। ৯ ওভারে ৪৩ রান দিয়ে হন ম্যাচ সেরাও। পাশাপাশি মেহেদি হাসান মিরাজের দারুণ বোলিং ও সাকিব আল হাসানে কিপটে বোলিংয়ে বেশি দূর এগোতে পারেনি ক্যারিবীয়রা।
ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘আমরা সত্যিই ভালো বল করেছি। শুরুটা ভালো হয়নি, তবে ব্রেকথ্রু পেয়েছি। মাঝের ওভারগুলোতে মোস্তাফিজুর ভালো বল করেছে, সাকিব ও মিরাজও দারুণ ছিল। ফাইনালে যাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা এখন কিছুটা নিশ্চিন্ত হলো, তবে এখনও দুটি ম্যাচ বাকি, আমরা নিজেদের সেরাটাই দেব, দেখা যাক ফাইনালটা কেমন যায়। ’
এ ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ১৫ মে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এমএমএস