ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচ নিষিদ্ধ ইংলিশ অধিনায়ক মরগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এক ম্যাচ নিষিদ্ধ ইংলিশ অধিনায়ক মরগান ইয়ন মরগান-সংগৃহীত

স্লো ওভার রেটের কারণে ওয়ানডেতে এক ম্যাচ নিষিদ্ধ হলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ ওয়ানডেতে নিষেধাজ্ঞা পেলেন তিনি।

মঙ্গলবার (১৪ মে) ব্রিস্টলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে বোলিংয়ে এসে ইংল্যান্ড ৫০ ওভার শেষ করে চার ঘন্টার কাছাকাছি সময় নিয়ে। ওভার শেষ করতে নির্ধারিত ৩ ঘন্টা ২০ মিনিটের চেয়ে ২৯ মিনিট বাড়তি সময় নেয় মরগানের দল।

যার কারণে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে মরগানকে নিষিদ্ধ করার। অবশ্য এই শাস্তি আসন্ন বিশ্বকাপে ভোগ করতে হচ্ছে না তাকে। আইসিসির নিয়ম অনুয়ায়ী সিরিজের নিষেধাজ্ঞা ও ডিমেরিট পয়েন্ট কোনো বৈশ্বিক আসরে কার্যকর হয় না।

রান বন্যার তৃতীয় ম্যাচটিতে অবশ্য জিতেছে ইংল্যান্ড। পাকিস্তানের ৩৫৮ রানের সংগ্রহ ৩১ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতেছে ইংলিশরা।

এর আগে চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের একটি ম্যাচেও স্লো ওভার রেটের অভিযোগ উঠেছিল মরগানের বিরুদ্ধে।

পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। সিরিজের চতুর্থ ম্যাচ হবে ১৯ মে, লিডসে। ২৪ মে, ব্রিস্টলে হবে পঞ্চম ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘন্টা, মে ১৫, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।