ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চোট কাটিয়ে অনুশীলনে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মে ২০, ২০১৯
চোট কাটিয়ে অনুশীলনে সাকিব সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

পিঠের চোটে খেলা হয়নি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। কিন্তু ভালো খবর হলো পিঠের চোট কাটিয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনকি ইংল্যান্ডে পৌঁছে ঐচ্ছিক অনুশীলনেও যোগ দিয়েছেন।

রোববার (১৯ মে) বাংলাদেশ দল পৌঁছেছে লন্ডনে। ছিলো ঐচ্ছিক অনুশীলন।

সেখানেই নিজেদের ঝালিয়ে নিতে দেখা গেছে সাকিব ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। বাকিরা বিশ্রামে কাটান।  

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পিঠের চোটে পড়েন সাকিব। সে চোটে খেলা হয়নি ফাইনাল। তবে তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ।

লন্ডনে চারদিনের অনুশীলন শেষে ২৩ তারিখে কার্ডিফে রওনা হবে ক্রিকেটাররা। সেখানেই ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

যদিও দলের সঙ্গে নেই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ওপেনার তামিম ইকবাল। স্বল্প সময়ের ছুটিতে মাশরাফি ফিরেছেন দেশে। আর তামিম পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দুবাইয়ে। তারা দুজনই ২৩ মে দলের সঙ্গে যোগ দেবেন।

৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ২০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।