ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইরিশদের কাছে ৮৫ রানে গুটিয়ে গেল বিশ্বকাপজয়ী ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
আইরিশদের কাছে ৮৫ রানে গুটিয়ে গেল বিশ্বকাপজয়ী ইংল্যান্ড! ছবি:সংগৃহীত

বিশ্বকাপ জয়ের আনন্দ এখনও ইংল্যান্ড জুড়ে রয়েছে। তবে ১০ দিনের মাথায় পুঁচকে আয়ারল্যান্ডের কাছে ধরাশায়ী হতে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের। ঐতিহাসিক লর্ডসে প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৮৫ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড।

টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরোনো দলটির বিপক্ষে চারদিনের এই ম্যাচ খেলতে নামে নিজেদের ইতিহাসে মাত্র তৃতীয় টেস্টে পা দেওয়া আইরিশরা। ম্যাচটিতে তারা এখন জয়ের আশা করতেই পারে।

তবে ইংলিশরা যে বিশ্বকাপের পর নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে এমন বাজে ব্যাটিং প্রদর্শন করবে তা হয়তো কেউই ভাবেনি।

প্রথম দিনের এই খেলায় টসে জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা শুরু থেকেই প্রতিপক্ষের পেসারদের তাণ্ডবে পুড়তে থাকে। বিশ্বকাপে দাপট দেখানে জেসন রয় অভিষেক টেস্টে মাত্র ৫ রানেই বিদায় নেন। সর্বোচ্চ ২৩ রান করেন জো ডেনলি। তবে আর কেউই ২০ রানও করতে পারেননি।

শূন্য রানে বিদায় নেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য জনি বেয়ারস্টো, মঈন আলী ও ক্রিস ওকস।

ভয়ঙ্কর হয়ে ওঠা আইরিশ পেসার টিম মারটঘ ৯ ওভার বল করে দুই মেডেনসহ মাত্র ১৩ রানে ৫টি উইকেট তুলে নেন। মার্ক অ্যাডাইর ৩টি ও বয়েড র‌্যানকিন দুটি উইকেট লাভ করেন।

ইংল্যান্ডের এই টেস্টটি মূলত তাদের আসছে অ্যাশেজের প্রস্তুতি। তবে এমন পারফরম্যান্স বেশ ভাবিয়ে তুলবে তাদের। যদিও বেন স্টোকস, জস বাটলার ও জেমস অ্যান্ডারসনের মতো ক্রিকেটাররা এই ম্যাচে নেই।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।