একদিকে হাথুরুসিংহের কোচ হিসেবে স্বাধীনচেতা ভাব, অপরদিকে একজন বিদেশি কোচের থেকেও দ্বিগুণ বেতন নিয়েও দলের উন্নতি না করতে পারা। ব্যর্থতা নিয়েও এত বেতনের পক্ষপাতি নন ক্রীড়ামন্ত্রী।
অনেকটাই নিশ্চিত বাংলাদেশ সিরিজের পর আর কোচ হিসেবে রাখা হচ্ছে না হাথুরুকে। তাই ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগেই হাথুরুকে সিদ্ধান্ত নিতে বলছেন ফার্নান্দো। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজের আগেই আমরা নতুন কোচ পাব। হাথুরু যদি দায়িত্ব ছাড়তে না চান, আমরা হয়তো তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবো। অথবা বোর্ডে আমরা তাকে অন্য কোনো দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেবো। ’
যদিও শ্রীলঙ্কার দায়িত্বে আরও ১৬ মাস মেয়াদ আছে তার। তাই শ্রীলঙ্কার হয়ে পুরো মেয়াদ শেষ করতে চান হাথুরু। কিন্তু তা মানতে নারাজ ফার্নান্দো। হাথুরুর বেতনের অঙ্ক নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রতি মাসে বাংলাদেশের সাবেক কোচ ৪০ হাজার ডলার করে নেন। শ্রীলঙ্কান রুপিতে মাসে তা ৭০ লাখ ৫১ হাজার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৭৮ হাজার টাকা। )!
ফার্নান্দো বলেন, ‘তার (হাথুরুসিংহে) অধীনে আমরা যদি মাত্র ৩৫ শতাংশ ম্যাচ জিতি, তাহলে সেই কোচকে এত বড় অঙ্কের বেতন দেওয়ার মানে হয় না। যে টাকা আমরা এখন দিচ্ছি, একই অর্থে দু’জন বিদেশি কোচ আনা সম্ভব। যে টাকা আমরা দিচ্ছি, এটা নিয়ে আমাদের অবশ্যই আলাপ-আলোচনা করতে হবে। রাজি না থাকে তো তারা চাকরি ছেড়ে চলে যেতে পারে। '
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমকেএম/এমএমএস