বিশ্বকাপের পর পরই পাকিস্তান কোচ মিকি আর্থারকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। কিন্তু আর্থার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আরও দু’বছর সময় চেয়েছেন।
হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, পাকিস্তান বোর্ডের এক সূত্র জানিয়েছে, এরই মধ্যে আর্থার কমিটির কাছে সরফরাজের বিকল্প অধিনায়কের নামও দিয়ে দিয়েছেন। সীমিত ওভারে তার পছন্দ শাদাব খানকে। আর টেস্ট ফরমেটে অধিনায়ক হিসেবে বাবর আজমকে চান কোচ।
সূত্রটির ভাষ্যমতে, ‘সরফরাজের নেতৃত্বগুণ নিয়ে কমিটির সদস্যদের কাছে নেতিবাচক কিছু বিষয় তুলে ধরেছেন আর্থার। ’
পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান জানিয়েছেন, যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বুধবার আরও একবার কমিটির সদস্যদের সঙ্গে কথা বলবেন। নতুন টিম ম্যানেজমেন্ট নিয়োগের আগে সেটা বোর্ড চেয়ারম্যান এহসান মানির কাছে পাঠানো হবে, এমনটাই জানান ওয়াসিম খান।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমকেএম/এমএমএস